গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৯ মে ২০২৫
গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল/ ফাইল ছবি/ এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৮ মে) একদিনেই উপত্যকাটিতে ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৭ মে) থেকে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় এত প্রাণহানির খবর পাওয়া গেল।

এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতাল অবরোধ করে রেখেছে। বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের রোগী, চিকিৎসা কর্মী এবং সেবা সামগ্রীর সরবরাহে বাধা দেওয়া হয়েছে।

এই সপ্তাহে গাজায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলাও দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা উত্তর গাজার সন্ত্রাসী অবকাঠামোগত স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাও রয়েছে।

উত্তর গাজার আল-আওদা বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ সালহা জানান, ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ করে দেওয়া হলে চিকিৎসা সেবার ওপর প্রভাব পড়বে। আল-আওদা অক্সিজেনের মজুদ ও নিবিড় পরিচর্যা ইউনিটের জন্য ইন্দোনেশিয়ান হাসপাতালের ওপর নির্ভরশীল ছিলেন।

এছাড়া খান ইউনিসের দুটি বৃহত্তম হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্স ও ইউরোপীয় হাসপাতাল ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে ইউরোপীয় হাসপাতালটির নিচে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের অভিযোগ করেছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।