পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সাত সকালে পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বেশ আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাতান মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে একটি মারুতি গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। এতে কমপক্ষে ৬ জন যাত্রী ছিল। ঠিক সে সময়ই উল্টোদিক থেকে একটি যাত্রীবাহী বাস আসছিল। বাসটি দ্রুতগতিতে এসে মারুতি গাড়িটিকে ধাক্কা মারে। মুহূর্তেই মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারা সাত সকালে বিকট আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় করিমপুর থানা ও দমকল বাহিনিকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তাদের উদ্ধার কাজে সহায়তা করেছেন স্থানীয় লোকজন।
সবাইকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা দেন। মারুতি গাড়িটির একজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাসের যাত্রীরাও কম বেশি আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
- আরও পড়ুন:
- গাজা সংঘাতে ৮৫৭ ইসরায়েলি সেনা নিহত
- গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৪৩
- গাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের, না সরলে হত্যার হুমকি
কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, চালক কী মদ্যপ অবস্থায় ছিল নাকি চালক ঘুমন্ত অবস্থায় ছিল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। করিমপুর থানার পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ডিডি/টিটিএন