এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে উরুগুয়ে

এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে উরুগুয়ে। এর আগে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর ফ্রান্স, স্পেন, কানাডা এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তাদের নিজ নিজ দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে। খবর আল জাজিরার।
উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে যে, তারা তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মিশাল হার্শকোভিটজকে তলব করেছে। কেন ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের গ্রুপে গুলি চালানো হলো সে বিষয়ে তাকে স্পষ্ট তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।
বুধবার ইসরায়েলি বাহিনী যাদের ওপর গুলি চালিয়েছে সেসব বিদেশি কূটনীতিকদের মধ্যে উরুগুয়ের একজন প্রতিনিধিও ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
- আরও পড়ুন:
- ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক
- যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
- যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮
যুক্তরাষ্ট্রে বিবিসির সংবাদ সহযোগী সিবিএস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।
টিটিএন