মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৮ মে ২০২৫
মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর নজরদারি। ছবি: এএফপি (ফাইল)

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।

গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

গুয়ানাজুয়াতোর বেশিরভাগ সহিংসতার পেছনে রয়েছে সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।