মক্কার রাস্তা পরিষ্কার করছেন চীনের হজযাত্রীরা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩১ মে ২০২৫
ছবি ভিডিও থেকে নেওয়া।

চীনের একদল হজযাত্রীকে মক্কায় তাদের আবাসস্থলের বাইরের এলাকা পরিষ্কার করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই মানবিক কর্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিশেষ ভেস্ট পরিহিত হাজিরা কেউ ময়লা তুলছেন, কেউবা আবর্জনার ব্যাগ বহন করছেন। ইসলামের পবিত্রতম শহর এবং মসজিদুল হারামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শনস্বরূপই তারা এ কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্য প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাদের জন্য দোয়া করেছেন।

এদিকে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। শহরের মেয়র কার্যালয় জানায়, ২৫ হাজারের বেশি প্রশিক্ষিত জনবল এই পরিকল্পনায় নিযুক্ত আছেন, যারা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন।

প্রতিবছর লাখ লাখ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জড়ো হন এবং মক্কা ও তার আশপাশে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।