জাপান থেকে ফের সামুদ্রিক খাবার আমদানি করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩১ মে ২০২৫
জাপান ও চীনের পতাক/ ছবি: এনএইচকে

জাপানি সামুদ্রিক খাবার আমদানি পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে জাপান ও চীন। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জাপান বিধ্বস্ত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জমতে থাকা পানি পরিশোধিত এবং পাতলা করে ছেড়ে দিতে শুরু করার পর চীন আমদানি স্থগিত করে।

শুক্রবার এক বৈঠকে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা মন্ত্রিসভার সদস্যদের জানান যে, চীনে সামুদ্রিক খাবার রপ্তানি আবার শুরু করার জন্য প্রযুক্তিগত প্রয়োজনীয়তা নিয়ে জাপান ও চীন একটি মতৈক্যে পৌঁছেছে।

তবে ফুকুশিমা, মিইয়াগি এবং টোকিওসহ ১০টি জাপানি জেলা থেকে খাদ্যপণ্য আমদানির ওপর চীনের নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে।

গত সেপ্টেম্বর মাসে চীন জানিয়েছিল যে তারা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিনিষেধ ও আদর্শমান পূরণ করে, এমন জাপানি সামুদ্রিক পণ্যের আমদানি পুনরায় শুরু করবে।

ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের গলিত জ্বালানি শীতল করার জন্য ব্যবহৃত পানি বৃষ্টি এবং ভূগর্ভস্থ পানির সাথে মিশে যাচ্ছে। অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ অপসারণের জন্য জমে থাকা পানির পরিশোধন করা হচ্ছে, তবে এতে এখনও ট্রিটিয়াম রয়ে গেছে।

পরিশোধিত পানি সমুদ্রে ছাড়ার আগে, বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা কোম্পানি একে পাতলা করে এর ট্রিটিয়ামের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পানীয় জলের নির্দেশিকা স্তরের প্রায় এক-সপ্তমাংশে নামিয়ে আনে।

সূত্র: এনএইচকে

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।