ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৬ জুন ২০২৫
ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

এ সময় শহরজুড়ে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এই হামলা এমন সময় ঘটলো, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সতর্কবার্তা দেন যে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় ড্রোন হামলায় কৌশলগত বোমারু বিমান ধ্বংসের জবাব দেওয়া হবে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানান, আহত ২০ জনের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, একটি রাশিয়ান হামলায় মেট্রোর রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবা ব্যাহত হয়েছে।

ইউক্রেনের রেল কোম্পানি ‘উক্রজালিজনিসিয়া’ জানায়, অঞ্চলটিতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

শহরের সোলোমিয়ানস্কি জেলায় একটি আবাসিক ভবনের পাশে রুশ ড্রোন আঘাত হানে, যাতে ভবনের একাংশে বড় গর্ত হয়ে যায় এবং দেয়ালে দগ্ধ চিহ্ন দেখা যায়। ভবনের ভেঙে পড়া কংক্রিটের টুকরো নিচে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে দুমড়ে-মুচড়ে দেয়।

রাতের আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের শব্দ ও ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর পাল্টা হামলার আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের আওয়াজ এতটাই শক্তিশালী ছিল যে, দূরের ভবনগুলোর জানালাও কেঁপে ওঠে।

অনেক কিয়েভবাসী নিরাপত্তার জন্য মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে আশ্রয় নেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।