সিরিয়ায় গণকবরে ৭০ লাশ উদ্ধার


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

সিরিয়ায় একটি গণকবর থেকে ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে তারা নিহত হয়েছেন। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল-জোর প্রদেশে একটি গণকবরে নিহতদের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সানা জানায়, উগ্রবাদী সুন্নি মৌলবাদীদের সংগঠনটি আইএস  উত্থানের প্রথম দিকে এদের হত্যা করা হয়।

গণকবরটিতে পাওয়া লাশগুলো দির আল-জোরের ১০০ কিলোমিটার পূর্বে আল-বাহরা গ্রামের অধিবাসীদের। এরমধ্যে বেশিরভাগই আল-শোয়েতাত গোত্রের।

আল-শোয়েতাত গোত্র সুন্নি মৌলবাদী গোষ্ঠী আইএসের কাছে বশ্যতা স্বীকার করতে অস্বীকৃতি জানায়। কিন্তু তেলসমৃদ্ধ এই প্রদেশে হামলা চালিয়ে দখল করে আইএস জঙ্গিরা।

নিহতদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। বেশ কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া ও সানা।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ কিশকিয়েহ গ্রামের অধিবাসীদের একটি গণকবরের খোঁজ পাওয়া যায়। এই হতভাগ্যরাও আইএস জঙ্গিদের নির্মমতার শিকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।