সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৫ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

১২ দেশের শুল্কের চিঠিতে সই করেছেন ট্রাম্প, বাংলাদেশ আছে কি?

১২ দেশের শুল্ক সংক্রান্ত চিঠিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা আছে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর তারা কি হারে শুল্কের মুখোমুখি হবে। এই চিঠিগুলো সোমবার (৭ জুলাই) ওইসব দেশের কাছে পাঠানো হবে।

টেক্সাসে ভয়াবহ বন্যা, এখনো নিখোঁজ ২০ কিশোরী

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ২০ কিশোরী এখনো নিখোঁজ রয়েছে।

টিকটক কিনতে আলোচনায় বসতে যাচ্ছেন ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মালিকানা পেতে চলতি সপ্তাহেই চীনের সঙ্গে আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চুক্তি অনেকটাই এগিয়েছে বলে দাবি তার।

জাপানে ভূমিকম্পের আতঙ্ক, ‘গুজবে’ কান না দেওয়ার আহ্বান

জাপানের সরকার দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী এলাকাগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। একইসঙ্গে গুজব ও ‘ডুমসডে’ ভবিষ্যদ্বাণীতে কান না দিতে জনসাধারণকে সতর্ক করেছে।

পুতিনকে ‘পেশাদার’ বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন পেশাদার নেতা, যিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে শিখেছেন। তবে তিনি জানেন, ইউক্রেন যুদ্ধ নিরসন না হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকাজুড়ে পুড়ে গেছে।

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু, গুরুতর আহত ৩

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার রাজোয়া গ্ৰাম। সেখানকার এক পরিত্যক্ত কাঁচা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজোয়া গ্ৰাম এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টেক্সাসে আরও বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। বন্যায় ২৫ জন মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘অবিলম্বে’ গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, তারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ‘অবিলম্বে’ আলোচনা শুরু করতে প্রস্তুত আছে। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারত

অন্য যে কোনো দেশে নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতে আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন, পরিবেশ ও বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।