ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১০ জুলাই ২০২৫
ইরানে ইসরায়েলের হামলা/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজনখানেক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। খবর এএফপির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে, মিডিয়া কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েল বিরোধী মিত্র গোষ্ঠীগুলির প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে যে, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সংঘাতে এখনো নিহতের সংখ্যা বাড়ছে। ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সে সময় দুদেশের মধ্যে ১২ দিন ধরে সংঘাতে দুপক্ষেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানও পাল্টা হামলা চালিয়েছে।

সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।