গাজায় ত্রাণের ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৬ আগস্ট ২০২৫
গাজায় ত্রাণের ট্রাক ঘিরে মানুষের ভিড়/ ফাইল ছবি: এপি, ইউএনবি

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস।

বুধবার (৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।

গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী ত্রাণের ট্রাকটিকে একটি ‘ঝুঁকিপূর্ণ রাস্তা’ দিয়ে পাঠালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং আশপাশে জড়ো হওয়া জনতার ওপর পড়ে।

আরও পড়ুন>>

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত বেসামরিক মানুষের মাঝখানে ট্রাকটি উল্টে পড়ে। এতে ২০ জন নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন।

গাজা সরকারের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছা করে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এবং চালকদের এমন রাস্তায় যেতে বাধ্য করছে যেখানে ক্ষুধার্ত জনতা ভিড় করে থাকে। ফলে মানুষজন অনেক সময় ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।

খাদ্য সংকট ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

মানবিক সংস্থাগুলো এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কার কথা জানিয়েছে। তীব্র খাদ্য সংকটের কারণে শুধু বুধবারই অপুষ্টিতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৮৮ জন ক্ষুধা ও অপুষ্টির কারণে মারা গেছেন। নিহত মধ্যে ৯৪ জনই শিশু।

প্রয়োজন ৬০০ ট্রাক, আসছে মাত্র ৯৫টি

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার মানুষের ন্যূনতম প্রয়োজন মেটাতে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের দরকার। অথচ সোমবার মাত্র ৯৫টি ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল।

অন্যদিকে, গত মে মাসে জিএইচএফ নামে বিতর্কিত সংস্থা ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই এসব স্থানে উপস্থিত ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা

ত্রাণ ট্রাক দুর্ঘটনার দিনই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ১৫৮ জন নিহত এবং ১ লাখ ৫১ হাজার ৪৪২ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ, যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।