জেলেনস্কির দাবি

রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি/ ছবি: এএফপি (ফাইল)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করে। এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে চারটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোনগুলি ‌‘স্পষ্টতই’ পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনের লক্ষ্যবস্তুর দিকেও এগিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, কমপক্ষে দুই ডজন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেন এটি যাচাই করার জন্য কাজ করছে।

এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বুধবার বলেছেন, কমপক্ষে ১৯ বার আকাশসীমা লঙ্ঘন হয়েছে এবং কমপক্ষে তিনটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমান বাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়। সকালে অভিযান শুরুর পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল থেকে টুইটারে জানান, পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে অভিযান চলছে।

কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতার ভাষ্য অনুযায়ী, রুশ ড্রোনের এভাবে অনুপ্রবেশের ঘটনা পোল্যান্ড এবং ন্যাটোর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।