দ. কোরিয়ায় আত্মসমর্পণ করলেন উ. কোরিয়ার এক সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
দুই কোরিয়ার সীমান্ত এলাকা। ছবি: এএফপি (ফাইল)

উত্তর কোরিয়ার এক সেনা সদস্য স্বেচ্ছায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার পর তাকে আটক করেছে সিউল সেনাবাহিনী। রোববার (৯ অক্টোবর) এই ঘটনাটি ঘটেছে দুই কোরিয়ার মধ্যে কাঁটাতার ও মাইনপাতা সীমান্ত এলাকায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সৈন্যটি দক্ষিণে পালিয়ে আসতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিতে চান।

১৯৫০-এর দশকের কোরিয়া যুদ্ধের পর থেকে দশ হাজারেরও বেশি উত্তর কোরিয়ান বিভিন্ন উপায়ে দক্ষিণে পালিয়ে এসেছে, যদিও অধিকাংশই প্রথমে চীন হয়ে তৃতীয় কোনো দেশে গিয়ে পরে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে।

তবে স্থলসীমান্ত পেরিয়ে এমন পলায়ন খুবই বিরল, কারণ অঞ্চলটি ঘন বন, ল্যান্ডমাইন ও দুই পক্ষের কঠোর নজরদারিতে ঘেরা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ফ্রন্টে সামরিক বিভাজন রেখা অতিক্রম করে এক উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ার এলাকায় প্রবেশ করেন। আমাদের সেনারা তাকে শানাক্ত, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রিতভাবে আটক করেছে।

এই এমডিএল রেখাটি ডিমিলিটারাইজড জোন এর মধ্য দিয়ে গেছে — এটি বিশ্বের সবচেয়ে মাইন-পূর্ণ ও কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্তগুলোর একটি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।