কেনিয়ায় প্লেন বিধ্বস্তে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ নভেম্বর ২০২৫
কেনিয়ায় প্লেন বিধ্বস্ত/ ছবি: এএফপি

কেনিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার কেনিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়। এতে ১১ জন আরোহী নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে জানা গেছে। খবর এএফপির।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বোর দিকে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লেনটিতে ১০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান নাগরিক এবং একজন কেনিয়ার ক্যাপ্টেন।

তিনি বলেন, দুঃখের বিষয়, কেউ বেঁচে নেই। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ ) পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুর্ঘটনার সময় প্লেনটিতে ১২ জন যাত্রী ছিলেন।

কেসিএএ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে বলেছে যে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য সরকারি সংস্থাগুলো এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবি এবং ভিডিওতে ঘন জঙ্গল এবং ঝোপঝাড়ের মাঝখানে প্লেনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ‌‌‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তার সরকার এই ট্র্যাজেডি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে গত আগস্টে, মেডিকেল এনজিও আমরেফের একটি ছোট প্লেন রাজধানী নাইরোবির উপকণ্ঠে বিধ্বস্ত হয়। এতে ছয়জন নিহত এবং আরও দুজন আহত হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।