ভারত থেকে পাকিস্তানে গেলেন শিখ তীর্থযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ নভেম্বর ২০২৫
সীমান্তে লাইন দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে শিখ তীর্থযাত্রীরা।। ছবি: এএফপি

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর প্রথমবারের মতো মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) ভারত থেকে শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে প্রবেশ করেছেন।

গত মে মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের স্থলসীমান্ত বন্ধ হয়ে যায়। সেই সংঘর্ষে মিসাইল, ড্রোন ও আর্টিলারি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন।

পাকিস্তানের নয়াদিল্লিস্থ হাইকমিশন জানিয়েছে, গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী উৎসবে অংশ নিতে ২ হাজার ১০০ তীর্থযাত্রীকে ভিসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ভারতের ওয়াঘা-আটারি সীমান্তে তীর্থযাত্রীরা মাথায় মালপত্র নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান।

তীর্থযাত্রীরা বুধবার (৫ নভেম্বর) লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গুরু নানকের জন্মস্থানে জমায়েত হবেন। এরপর তারা কারতারপুরসহ পাকিস্তানের অন্যান্য ধর্মীয় স্থানে যাবেন, যেখানে গুরু নানক সমাধিস্থ আছেন।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, এই উদ্যোগটি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদার করার প্রচেষ্টার অংশ।

গত শনিবার (১ নভেম্বর) ভারতের পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকার সীমিতসংখ্যক তীর্থযাত্রী দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে।

২০১৯ সালে চালু হওয়া কারতারপুর করিডোর মে মাসের সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে।

৪ দিনের সংঘর্ষটি শুরু হয় ২২ এপ্রিল পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগের পর, যা ইসলামাবাদ অস্বীকার করে।

সূত্র: দ্য হিন্দু

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।