ভাল্লুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৫ নভেম্বর ২০২৫
জাপানের সেনাবাহিনী। ছবি: এএফপি (ফাইল)

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর। কারণ সেখানে দিনদিন বাড়ছে মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ।

স্থানীয়রা কয়েক সপ্তাহ ধরে ঘন বন থেকে দূরে থাকার, রাতের পর বাইরে না যাওয়ার এবং ঘরের কাছে খাদ্য খুঁজতে আসা ভালুককে দূরে রাখতে ঘণ্টা বহনের পরামর্শ পাচ্ছেন।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে জাপানে ১০০টির বেশি ভাল্লুকের আক্রমণ ঘটেছে এবং ১২ জন মারা গেছেন। নিহতদের দুই-তৃতীয়াংশ আকিতা প্রিফেকচারে, যেখানে কাজুনো এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত।

জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো বুধবার (৫ নভেম্বর) টোকিওতে বলেন, ভাল্লুক জনবসতি এলাকায় প্রবেশ চালিয়ে যাচ্ছে এবং আক্রমণের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই আমরা ভাল্লুক মোকাবিলার উদ্যোগ স্থগিত করতে পারি না।

আকিতা প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরে ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ছয়গুণ বেড়েছে, যা প্রায় ৮ হাজার-এর বেশি। এজন্য প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছিলেন।

সেনারা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং পরিদর্শনে সাহায্য করবেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।