যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট
যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে উত্তর–পূর্ব পর্যন্ত বড় অংশে ভারী তুষারপাত চলায় দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ফ্লাইট বাতিল ও দেরি হচ্ছে।
রকি পর্বত অঞ্চল ও নর্দার্ন প্লেইনসে সবচেয়ে বেশি শীত ও তুষারপাত দেখা যাচ্ছে। শনিবার রাত থেকে এই তুষারঝড় গ্রেট লেকস হয়ে শিকাগোসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।
রোববার (৭ ডিসেম্বর) ওহাইও থেকে নিউইয়র্ক পর্যন্ত তুষার ও বৃষ্টি অব্যাহত ছিল। বেশিরভাগ এলাকায় ২–৫ ইঞ্চি তুষার পড়েছে, আইওয়ার কিছু স্থানে ৮ ইঞ্চি পর্যন্ত জমেছে। এই আবহাওয়া সোমবার সকালেই দুর্বল হয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে।
রোববার সকালে কিছু এলাকায় তুষারপাতের পরিমাণ ছিল—সাউথ ডাকোটা (ক্যানটন): ৯.৪ ইঞ্চি, আইওয়া (এমস): ৮ ইঞ্চি, ইলিনয় (রকফোর্ড): ৫.৭ ইঞ্চি, শিকাগো ওহেয়ার এলাকা: ৪ ইঞ্চি।
শিকাগোতে মানুষজন সকালেই গাড়ি ও রাস্তা থেকে তুষার পরিষ্কার করতে দেখা গেছে। অনেক বাসিন্দা বলেন, এ বছরের তুষারপাতই সবচেয়ে ভারী মনে হচ্ছে।
ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, রোববার দুপুর পর্যন্ত ৭ হাজারের বেশি ফ্লাইট দেরি এবং ৫৯০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
এমএসএম