ফিলিস্তিনে ট্যাক্স রাজস্ব বন্ধ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

ফিলিস্তিনে ট্যাক্স রাজস্ব পাঠানো স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ায় দেশটি এ পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েল কর্মকর্তারা জানান, ফিলিস্তিনের পক্ষে গত মাসে ১২ কোটি ৭০ লাখ ডলার সংগ্রহ করা হলেও এ অর্থ তাদেরকে আর পাঠানো হবে না। ফিলিস্তিনি গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দেয়ার জন্য নথিপত্র জমা দেয়। এর ফলে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা লড়তে পারবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে ।

ফিলিস্তিনকে কর রাজস্ব দেয়া বন্ধের ইসরায়েলি পদক্ষেপকে নতুন যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তা সায়েব ইরাকাত। তিনি বলেন, ইসরায়েল আমাদের আইনি পদক্ষেপের প্রেক্ষিতে আবারো বেআইনি সাজা দিচ্ছে।

ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে ট্যাক্স সংগ্রহ করে এবং প্রতি মাসে ১০ কোটি ডলার তহবিল হস্তান্তর করে, যা এই অঞ্চলের বাজেটের দুই-তৃতীয়াংশ।

তবে এটাই ইসরায়েলের প্রথম এমন পদক্ষেপ নয়। এর আগে ২০১৪ সালের এপ্রিলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক কয়েকটি চুক্তিতে সামিল হওয়ার প্রক্রিয়া শুরু করলে তহবিল হস্তান্তর বন্ধ করেছিল ইসরায়েল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।