যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার হুঁশিয়ারি


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ হুঁশিয়ারি  উচ্চারণ করা হয়।

জানা গেছে,  সনি পিকচার্সে কথিত সাইবার হামলার অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটির শীর্ষ সামরিক সংস্থা ন্যাশনাল ডিফেন্স কমিশন বা এনডিসি।

এনডিসি’র বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিজ ভূমিতে কখনোই গুলি বা গোলার আঘাতের অভিজ্ঞতা হয়নি যুক্তরাষ্ট্রের; কাজেই যুদ্ধের বিপর্যয় ঠেকাতে চাইলে ওয়াশিংটনকে বৈরি নীতি ত্যাগ করতে হবে।

এ ছাড়া এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া বাতিলের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।