পাকিস্তানে ধর্ম অবমাননাকারীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে জেল খেটে বেরিয়ে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাওয়ালপিন্ডির ঐতিহ্যবাহী শহর তেক্সিলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবিদ মাহমুদ ওরফে আবিদ কাজ্জাব (৫২)। কামরা গ্রামের বাসিন্দা আবিদ একজন হোটেল ব্যবসায়ী। ২০১১ সালে তার বিরুদ্ধে ‘নবুয়ত্ব’ দাবি করার অভিযোগে ২৯৫-সি ধারায় মামলা দায়ের করেন তারই জামাতা সাদাকাত আলী।

ডননিউজ জানায়, ওই মামলায় রাওয়ালপিন্ডি জেলা সদর দফতরের হাসপাতালের চিকিৎসকদের বোর্ড আবিদের মানসিক অবস্থা পরীক্ষার পর তাকে কারাগারে পাঠানো হয়। দুই বছর জেল খাটার পর মানসিক ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়।

জেল থেকে বেরিয়ে আসার পর মঙ্গলবার আহাত্তা এলাকায় বাড়ি ফিরলে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় কয়েকজন মুখোশধারী। এ ঘটনার পরদিন বুধবার উসমান খাত্তার রেলওয়ে স্টেশনের কাছে মরুভূমি থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশের ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠায়। তার পরিবারের লোকজন স্থানীয় কবরস্থানে কবর দিতে গেলে এলাকাবাসীরা এতে বাধা দেন। পরে তাকে বাড়ির উঠানে কবরস্থ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।