নতুন জিহাদি নিয়োগ দিচ্ছে আইএস


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখলে নিয়ে ইতিমধ্যে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। নিজেদের ভূখণ্ডের আয়তন বাড়াতে আইএস আশপাশের দেশগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত পেয়েছে আইএস। এমনকি নৃশংসতায় আল-কায়েদাকে ছাড়িয়ে গেছে সংগঠনটি। একই সঙ্গে সংগঠনের সদস্য সংখ্যাও দিন দিন হু হু করে বাড়ছে।

যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ হিসাব মতে এমনই তথ্য পাওয়া গেছে। দেশটি বলছে, সিরিয়া ও ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করতে প্রতি মাসে যোগ দিচ্ছে এক হাজার জিহাদি। বিভিন্ন দেশের লোকেরা ভ্রমণে যাওয়ার নাম করে জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। এ জন্য আইএস তাদের বেতন ও ভাতাও দিচ্ছে।

এই সব জিহাদিদের প্রতি মনোনিবেশ না করলে তারা দেশে ফিরে ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের সন্ত্রাস প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তারা আইএসে যোগ দেওয়া ঠেকাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের আইএসে যোগদান ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করেছে।

মালয়েশিয়া ও সৌদি আরব তাদের নাগরিকদের আইএসে যোগদান নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রস্তুত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।