কেজরিওয়ালের সঙ্গে লড়ব : কিরণ বেদী


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

আসন্ন বিধান সভা নির্বাচনে দিল্লি থেকে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) সদ্য যোগদান করা কিরণ বেদী। সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্বাচনে হেরে গেলেও এ নিয়ে তার কোনো অনুশোচনা থাকবে না।
 
শুক্রবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে কিরণ বেদী বলেন, কেজরিওয়ালের আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আন্না হাজারের দুর্নীতি বিরোধী কর্মসূচিতে ২০১১ সাল পর্যন্ত একসঙ্গে সংহতি জানিয়েছিলেন কেরজিওয়াল ও কিরণ। ২০১২ সালে কেজরিওয়ালের আম আদমি পার্টি ঘোষণা দেওয়ার পরই তাদের সর্ম্পকে ফাটল দেখা দেয়।
 
অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিজেপির প্রধান কার্যালয়ে দলে যোগ দেন কিরণ। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 
৬৫ বছর বয়সী কিরণকে অভিনন্দন জানিয়ে বিজেপি প্রধান অমিত শাহ বলেন, দলে তার উপস্থিতি দিল্লির বিজেপি শাখাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।
 
আসন্ন ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে দিল্লির বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তিনদিন পর ঘোষণা করা হবে এর ফলাফল। ওই নির্বাচনে একটি বারের জন্য হলেও সুযোগ দিয়ে জনগণের পাশে থাকার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।