বাক স্বাধীনতারও সীমা আছে : পোপ


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

মানুষের বাক স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের জের ধরে প্যারিসে রম্য সাময়িকী শারলি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনার পর তিনি এ মন্তব্য করেন। হামলায় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন বলে সবাই অভিহীত করলেও পোপ তাদের সঙ্গে একমত নন।

পোপ বলেন, ধর্মকে সম্মানের সঙ্গে দেখা হয়। তার জন্য মানুষের বিশ্বাসকে অপমান করা একে নিয়ে উপহাস করা ঠিক নয়। শারলি এবদো তার বাক স্বাধীনতার নামে সীমা লঙ্ঘণ করেছিল কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

পোপ ফ্রান্সিস এমন এক সময় এই কথা বল্লেন যখন বৃহস্পতিবার প্যারিস হামলায় নিহত চার কার্টুনিস্ট এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। ওইদিন ফিলিপাইনে এক সফরে এসে পোপ প্যারিস হামলা প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন।

নিজের সহকারীকে দেখিয়ে পোপ সাংবাদিকদের বলেন, যদি আমার সহকারী আমার মাকে গালি দেন তাহলে তিনি একটি পাল্টা ঘুষি আশা করতেই পারেন। তারপরও পোপ প্যারিসেরও ওই হামলাকে ধর্মীয় স্খলন বলে অখ্যায়িত করেছেন। সেইসঙ্গে ঈশ্বরের নামে এই ভয়াবহ সহিংসতা কোনও ভাবেই কাম্য নয় বলেও অখ্যায়িত করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।