ইন্দোনেশিয়ায় ৬ বিদেশির মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

মাদক পাচারের অপরাধে ব্রাজিল ও নেদারল্যান্ডসের দুইজনসহ ছয় বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইন্দোনেশিয়া। এ ঘটনায় ইন্দোনেশিয়ার সঙ্গে দেশ দুটির কূটনৈতিক সংকট শুরু হয়েছে।

এ ঘটনার পর ব্রাজিল ও নেদারল্যান্ডস ইন্দোনেশিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকর না করতে আহবান জানিয়েছিল দেশ দুটি, কিন্তু তা প্রত্যাখ্যান করে ইন্দোনেশিয়া।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেছেন, এতে দু`দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে।

একই অভিযোগে ভিয়েতনাম, মালাবি ও নাইজারের আরো তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইন্দোনেশিয়া।

সূত্র: বিবিসি, এএফপি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।