শ্বেত নগরী তুর্কমেনিস্তান


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

তুর্কমেনিস্তানকে শ্বেত নগরী হিসেবে গড়ে তোলার জন্য সেখানে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার মাঝে মধ্যেই এমন অদ্ভুত সব রীতি চালু করে থাকে।

রাজধানী আশখাবাতকে শ্বেত নগরীতে পরিণত করতে ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে সরকার। প্রধান সরকারি ভবনগুলোকে মুড়ে দেয়া হয়েছে সাদা রঙের মার্বেল পাথরে।

গত বছর রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অপসারণের নির্দেশ দেয়া হয়েছিল। তখন এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছিলেন শহরের বাসিন্দারা।

এরপর দেশটির রাজপথে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করা হলো। আমদানিকারকদের সাদা রঙের গাড়ি আমদানি করতে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে। ফলে দেশটিতে কালো রঙের গাড়ি কেনা-বেচা বন্ধ হয়ে গেছে।

তবে কেন হঠাৎ এ নিষেধাজ্ঞা এ ব্যাপারে কিছুই জানায়নি দেশটির প্রশাসন। বলা হচ্ছে, সাদা রং শুভ। বিভিন্ন অনুষ্ঠানে সাদা গাড়ি ব্যবহার করছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদভ।

ইতোমধ্যে মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারাও সাদা গাড়ি ব্যবহার শুরু করেছেন। সরকারি বার্তা সংস্থার সাংবাদিকরাও চলাফেরা করছেন সাদা গাড়িতে।

ফলে রীতিমতো সাদা গাড়ির দেশে পরিণত হয়েছে তুর্কমেনিস্তান। সাদা গাড়ির সঙ্গে সাদা পোশাকও পরছেন কেউ কেউ।

বিএ/এমএস






পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।