মিসরে বিদ্রোহীদের হামলায় নিহত ২৬


প্রকাশিত: ০৪:৩০ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

মিশরের সিনাই উপত্যকাই সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের সিরিজ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ সেনা সদস্য বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। এছাড়াও এসব সিরিজ হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

উত্তর সিনাই এর রাজধানী এল আরিশের সেনাবাহিনীর ওপর একটি গাড়ী বোমা ও গোলা বর্ষণ করা হয়। এতে একাধিক সৈন্য নিহত হয়। অন্যান্য হামলাগুলো হয় পাশের শহর শেখ জুওয়াইদ ও গাজার সাথে সীমান্ত শহর রাফাতে।

কর্মকর্তারা জানান, গাড়ী বোমাটি আল আরিশের একটি সেনাবাহিনীর ঘাটির বাইরে রাখা ছিল আর গোলা নিক্ষেপ করা হয়েছে সেনাবাহিনীর একটি হোটেল, পুলিশদের একটি ক্লাব এবং একাধিক চেকপয়েন্টকে লক্ষ্য করে।

আল আহরাম নামে একটি সংবাদপত্র বলছে ঐ হামলায় সেনাবাহিনীর ঘাটি এবং হোটেলটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। রাফা চেকপয়েন্টে সেনাবাহিনীর একজন মেজর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।

উত্তর সিনাইয়ে গত বছরের অক্টোবর থেকে জরুরি অবস্থা এবং কারফিউ জারি রয়েছে। সেসময় ওখানকার একটি চেকপোস্টে হামলায় বেশ কয়েকজন সৈন্য নিহত হলে এ সিদ্ধান্ত নেয়া হয়। সেনাবাহিনীও ঔ এলাকায় বড় বড় অভিযান চালালেও বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির নিরাপত্তা বাহিনী জিহাদি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়াও মিশর জুরেই এ সপ্তাহে হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতর বার্ষিকী পালন নিয়ে একটা উত্তেজনা বিরাজ করছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।