গানেও জনপ্রিয় ওবামা (ভিডিও)
সম্প্রতি বলিউড তারকা শাহরুখ অভিনীত সিনেমার সংলাপ বলে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার তার একটি ভিডিও এখন রীতিমতো ইন্টারনেট ভাইরাল।
বিশ্বজুড়ে এখন বেশ জনপ্রিয় বুনো মার্সের আপটাউন ফাঙ্ক গানটি। এমনকি বিলবোর্ড টপচার্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে গানটি। সম্প্রতি বারাক ওবামার এ যাবৎ সকল বক্তব্য থেকে শব্দ নিয়ে আপটাউন ফাঙ্ক গানের একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকেই বেশ সাড়া ফেলেছে।
যুক্তরাষ্ট্রের ডালাস হাই স্কুলের একজন শিক্ষক তার ছাত্রদের একটি মিউজিক ভিডিও তৈরি করতে বললে ছাত্ররা এ ভিডিও তৈরি করে বলে জানা গেছে।
সংগীতশিল্পী বুনো মার্স তার ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, আমি শেষ পর্যন্ত কেঁদে ফেলেছি।...এ ভিডিও তৈরির পেছনে যাদের অবদান সবাইকে ধন্যবাদ।
এএইচ/আরআইপি