নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৩


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

নাইজেরিয়ায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণাকালে সোমবার এক বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। গোম্বে শহরে এক স্টেডিয়ামের কাছে প্রেসিডেন্ট গুডলাক জনাথন বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও বিবিসির।

এক নারী আত্মঘাতী হামলাকারী ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্সিয়াল র্যালির মূল ভেন্যু থেকে দেড় কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এর কয়েক মিনিট আগেই প্রেসিডেন্ট ওই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ফাওজি আতাজিরি।

আতাজিরি আরও জানান, গোম্বে শহরে রোববারও দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো দল ওই হামলাগুলোর দায় স্বীকার করেনি। দেশটিতে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।