মাওবাদীদের হামলায় ভারতে ২ পুলিশ নিহত


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের পূর্বাঞ্চলে মাওবাদীদের হামলায় দু`জন পুলিশ নিহত ও আহত হয়েছে আরও ৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের ছত্তিসহগড়ে সশস্ত্র মাওবদীরা নিরাপত্তা বাহিনীর এলোপাতারি গুলি করলে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিএসএফ এর এক মিলিত অভিযানের সময় মাওবাদীরা হামলা চালায়। হতাহতদের দ্রুত বিমানের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিদ্রোহীদের দমনে ওই অঞ্চলে আরও সেনা মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। মাওবাদীরা ভুমিহীন কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় যুদ্ধ করছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।