ইউক্রেনে যুদ্ধাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ইউক্রেনের চলমান সঙ্কট নিরসনে দেশটির সরকারি বাহিনীকে যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার।

বেলারুশের রাজধানী মিনস্কে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ইউক্রেনে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দেন। ওবামা বলেন, ‘মরণাস্ত্র সরবরাহের বিষয়টি নিরীক্ষাধীন রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি।’

তিনি আরও উল্লেখ করেন, আগে করা সব অঙ্গীকারই ভঙ্গ করেছে রাশিয়া। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন। এর পরিবর্তে আলোচনার মাধ্যমেই সমাধানের কথা বলেছেন তিনি।

ইউক্রেন ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি নিয়ে মিনস্কে অনুষ্ঠিত বৈঠকের পর ওবামা ও ম্যার্কেল এ সংবাদ সম্মেলন করেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।