লন্ডনেই অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ মার্চ ২০১৫

বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন হয়রানির মামলা লন্ডনেই জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে। খবর বিবিসি বাংলা।

এর আগে সুইডেন অ্যাসাঞ্জকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। কিন্তু অ্যাসাঞ্জ তার সুইডেন প্র্যত্যর্পন ঠেকাতে প্রায় তিন বছর ধরে লন্ডনস্থ একুয়েডর দূতাবাসে অবস্থান করছেন।

সুইডেনের কর্মকর্তারা জানান, যে সময়সীমার মধ্যে সুইডেনে অ্যাসঞ্জকে বিচার করা যেতে পারে, তার মেয়াদ ফুরিয়ে আসছে। সে কারণেই তারা লন্ডনে এসে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেও অ্যাসঞ্জকে লন্ডনে একুয়েডরের দূতাবাসে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন সুইডিশ কর্তৃপক্ষ তাতে রাজী হয়নি।

অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যমুয়েলসন জানান, এই মামলাকে ঘিরে যে আইনী এবং কূটনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেটি এখন কাটানো যাবে। এছাড়া সুইডিশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অ্যাসাঞ্জের জন্য বিরাট বিজয় বলেও জানান তিনি।

স্যমুয়েলসন আরও বলেন, গত চার বছর ধরে তারা এর জন্য অপেক্ষা করেছেন। সুইডিশ তদন্তকারীরা যে এ সিদ্ধান্ত নিতে চার বছর দেরি করলো, তার ফলে দূতাবাসে চার বছর ধরে কার্যত গৃহবন্দী ছিলেন অ্যাসাঞ্জ। ফলে তার অনেক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, উইকিলিক্সে যুক্তরাষ্ট্রের বহু গোপন দলিল ফাঁস করে দেওয়ায় অ্যাসাঞ্জকে সুইডিশ কর্তৃপক্ষ বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে বলে আশংকা প্রকাশ করেন তিনি। তবে সুইডেনে তার বিরুদ্ধে উঠা ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করছেন অ্যাসাঞ্জ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।