পাকিস্তানে সেনা অভিযানে ৮০ জঙ্গির মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২২ মার্চ ২০১৫

পাকিস্তানে সেনা অভিযানে ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদমনে সেনাবাহিনীর তরফে আফগান-সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ অভিযান চালানো হয়।

পাশাপাশি, সেনাবাহিনীর ৬ জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে সূত্র জানিয়েছে। গত কয়েকদিন ধরেই খাইবার প্রদেশের তিরাহ উপত্যকায় সেনাবাহিনীর যুদ্ধ বিমান টহল দিচ্ছিল। এরপরই এই অভিযান চালানো হয়। তাতে মৃত জঙ্গিরা তেহেরিক-ই-তালিবান ও লস্কর-ই-ইসলামের সদস্য।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই অভিযানে ৮০ জন জঙ্গি মারা গেছে ও আহত জঙ্গির সংখ্যা প্রায় ১০০ জন। পাহাড়ি এলাকা ও কাছেই আফগান সীমান্ত হওয়ায়, অবশিষ্ট জঙ্গিরা সেই পথে পালিয়ে যায়। ওই সীমান্ত এলাকা সম্পূর্ণ জঙ্গি-মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

গত ডিসেম্বরে পেশোয়ারে একটি সেনা-স্কুলে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারায় ১৫০ জন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। ঘটনার দায় স্বীকার করে তেহেরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী। ঠিক এই কারণেই খাইবার প্রদেশে সন্ত্রাসদমনে কড়া হয়েছে পাক প্রশাসন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।