হাতি পেল হাতে বোনা সোয়েটার


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২১ জানুয়ারি ২০১৭

শীতের হাত থেকে রক্ষা করতে ভারতের একটি গ্রামের নারীরা হাতির জন্য বুনেছেন বিশাল আকৃতির সোয়েটার। রঙিন উলের তৈরি সেই সোয়েটার পরিয়েও দেয়া হয়েছে হাতির দৈত্যাকার শরীরে।

ভারতের উত্তরাঞ্চলের শহর মথুরার এসওএস এলিফ্যান্ট কনজার্ভেশন অ্যান্ড কেয়ার সেন্টারের কর্মচারীরা প্রথমে তাদের আশঙ্কার কথা জানান যে, তাপমাত্রা হিমাঙ্কের কাছে নেমে আসতে পারে। এরপরই ঠান্ডার কবলে থেকে হাতিদের বাঁচাতে এগিয়ে আসেন গ্রামের নারীরা।

হাতিদের এই সংরক্ষণ কেন্দ্রে সেই সব হাতিদেরই রাখা হয় যারা আগে মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েছে।

elephent

সোয়েটার পরা হাতিদের প্রকাশিত ছবিতে দেখা যায়, হাতে বোনা সুন্দর নকশার সোয়েটারের সঙ্গে রয়েছে পায়জামাও। পা, পিঠ এবং শরীরের ঘাড়ের কাছাকাছি অংশ আবৃত করছে সে সোয়েটার ও পায়জামা।

এই সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা কার্তিক সত্যনারায়ণ বলেছেন, তীব্র শীত থেকে এই হাতিদের রক্ষা করা খুব জরুরি ছিল।

এই কেন্দ্রে ২০টি হাতি রয়েছে। এগুলোর কোনটিকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল, কোনটি ছিল পাচারকারীর হাতে, কোনটিকে সড়কে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হতো ভিক্ষাবৃত্তির উদ্দেশে, কোনটিকে সার্কাসে নেয়া হতো। তবে ২০টি হাতির সবকটিই কোনো না কোনোভাবে চূড়ান্ত নৃশংসতার শিকার হয়েছে।

২০১৭ সালে আরো ৫০টি হাতি উদ্ধারের পরিকল্পনা রয়েছে কেন্দ্রটির কর্মচারীদের।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।