ইরাকের তিকরিতে মার্কিন জোটের বিমান হামলা


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ মার্চ ২০১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরকে জঙ্গিমুক্ত করতে বিমান হামলা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বুধবার ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম তিকরিতে আইএস অবস্থানে বিমান হামলা চালাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানান।

ফুয়াদ মাসুম বলেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই যে, তিকরিতে আমাদের যৌথ বাহিনীকে সহায়তা করতে এখন আন্তর্জাতিক জোটের বিমান হামলা খুবই প্রয়োজন। আমি আপনাদের জানাতে চাই, এটা ইরাক সরকারের প্রত্যাশা।

ফুয়াদ মাসুমের এ আহবানের পরপরই বুধবার রাতে কাতার ও জর্ডানের বিমান ঘাঁটিগুলো থেকে উড়তে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আইএসবিরোধী জোটের অন্যান্য দেশের জঙ্গীবিমানগুলো। শুরু হয় তিকরিত শহরের বিভিন্ন জঙ্গি অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা।

আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই শহরটি থেকে জঙ্গিদের সরিয়ে দেয়া সম্ভব হবে। প্রায় এক মাস আগে ইরাকি যৌথ বাহিনী তিকরিত অভিযান শুরু করলেও সে-অভিযানে এই প্রথমবারের মতো বিমান সমর্থন দিলো মার্কিন জোট।

জঙ্গি নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই দিন ইরাকের বেইজি, ফালুজা, মসুল, তেল আফারসহ সিরিয়ার কোবানিতেও আইএস অবস্থান লক্ষ্য করে অন্তত ১৯ দফা বিমান হামলা চালিয়েছে জোটের বিমানগুলো।

এদিকে একই সময় আল-আনবার প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫৪ আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনা কর্মকর্তারা।

এছাড়া ইরাক ও সিরিয়ায় যারা আইএসের পক্ষে লড়াই করতে যাচ্ছে, তাদের ঠেকাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।