ইরানের ওপর থেকে রাশিয়ার অস্ত্র-নিষেধাজ্ঞা প্রত্যাহার


প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। সোমবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চুক্তিতে সই করেন।

এছাড়া শুরু করা হয়েছে দুই দেশের মধ্যে ‘তেলের বিনিময়ে পণ্যদ্রব্য’ চুক্তি বাস্তবায়নের কাজও। এর ফলে মস্কো তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার যে উদ্যোগ নিয়েছে তার চাকা ঘোরা শুরু হলো।

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়াসহ বিশ্বের ছয় শক্তিধর রাষ্ট্রের মধ্যে প্রাথমিক চুক্তি সইয়ের পরই এ ধরনের উদ্যোগ নিল মস্কো। এর ফলে ইরান রাশিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্রবিরোধী রকেট আমদানি করতে পারবে। এছাড়া ২০১০ সালে পশ্চিমাদের চাপে মস্কো তেহরানের সঙ্গে যে দাফতরিক যোগাযোগ বাতিল করেছিল পুতিনের সর্বশেষ উদ্যোগের ফলে তারও সমাধান হবে।

রাশিয়া সরকারের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘পণ্য বিনিময়’ চুক্তির অধীনে মস্কো ইতোমধ্যে তেলের বিনিময়ে ইরানে খাদ্যশস্য, উপকরণ ও নির্মাণ সামগ্রীর বিনিময় শুরু করেছে।

অপর একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এক বছর আগে দুই দেশের মধ্যে দুই হাজার কোটির বেশি ডলারের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী রাশিয়া ইরান থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল আমদানি করবে। বিনিময়ে ইরান রাশিয়া থেকে বিভিন্ন উপকরণ ও মালামাল নেবে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।