দিল্লির প্রথম মহিলা বাস চালক সারিথা


প্রকাশিত: ০২:০৫ এএম, ১৯ এপ্রিল ২০১৫

ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো ভাঙ্কাদারাথ সারিথা নামের এক মহিলাকে বাসের ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুলত মহিলা যাত্রীবাহী বাস চালানোর জন্যই কর্তৃপক্ষ তাকে এ নিয়োগ দিয়েছেন। ত্রিশ বছর বয়সী ওই মহিলা এর আগে ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করেছেন।

চাকরি পাওয়ার পর বিবিসিকে তিনি জানান, তার বাসে যেসব মহিলা চলাচল করবেন তাদের যাত্রা যেনো নিরাপদ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি।

উল্লেখ্য, দিল্লি শহরের গণপরিবহনে চলাচল করার সময় মহিলাদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জনরোষ যখন বাড়ছে তখনই এই নিয়োগের ঘটনা ঘটলো।

কর্মকর্তারা জানান, এই নিয়োগের ফলে আরো অনেক নারী বাস চালক হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন।

তবে অন্যান্য কয়েকটি রাজ্যে মহিলারা আগে থেকেই বাস চালক হিসেবে কাজ করছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।