আমেরিকাই ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে!


প্রকাশিত: ০১:৪২ পিএম, ২০ এপ্রিল ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারই সৌদি আবর ও তার মিত্রদের মাধ্যমে ইয়েমেন আগ্রাসন শুরু করার অনুমতি ও নির্দেশ দিয়েছে এবং এ সরকারই মূল পরিকল্পনাকারী হিসেবে তা পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের জনপ্রিয় ইসলামী গণ-প্রতিরোধ আন্দোলনের প্রধান সাইয়্যেদ আবদুল মালিক হুথি।

তিনি বলেছেন, তার দেশের জনগণ সৌদি-মার্কিন আগ্রাসনের কাছে কখনো নতজানু হবে না। রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। সাইয়্যেদ আবদুল মালিক হুথি আগ্রাসন মোকাবেলার জন্য সব ধরনের পন্থা ও মাধ্যম ব্যবহারের অধিকার ইয়েমেনি জনগণের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন।  

সাইয়্যেদ আবদুল মালিক হুথি বলেছেন, ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন মার্কিন সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং ইহুদিবাদী কর্মকর্তাদের বক্তব্য থেকেই তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আগ্রাসনে ইয়েমেনের শিশুসহ সব কিছুকেই টার্গেট করা হয়েছে বলে সাইয়্যেদ আবদুল মালিক হুথি মন্তব্য করেন।

সাইয়্যেদ আবদুল মালিক হুথি সৌদি সরকারকে মার্কিন সরকারের গোলাম বা সেবাদাস হিসেবে অভিহিত করেন এবং সৌদিরা মার্কিন নীল-নকশা বাস্তবায়নে কেবল মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেছেন, মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইল কি আরবদের জাতীয় নিরাপত্তা এবং ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষায় আগ্রহী? মার্কিন সরকার ও ইসরাইলের কোলে কোন আরববাদ বিকশিত হচ্ছে?

সাইয়্যেদ আবদুল মালিক হুথি আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিত গণ-বিক্ষোভে অংশ নেয়ায় ইয়েমেনিদের প্রশংসা করেন এবং এ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি জোরদারের লক্ষ্যে ইয়েমেনিদের ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।