ইয়েমেনে ফের বিমান হামলা চালালো সৌদি জোট


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার রাতে ইয়েমেনে বিদ্রোহীদের বেশ কয়েকটি অবস্থানের ওপর ফের বিমান হামলা চালিয়েছে। জোট তাদের মাসব্যাপী চলা বিমান অভিযান বন্ধের ঘোষণা দেয়ার দু’দিন পর নতুন করে এ হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি’র জানিয়েছে- রাজধানী সানার উপকণ্ঠে, তায়েজ নগরীর উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চলের ইয়ারিম শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।