মানসিক রোগীদের ভিডিও থেরাপি!


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৫ মে ২০১৫

মানসিকভাবে বিপর্যস্ত রোগীদের অস্থিরতা কমাতে অন্যান্য থেরাপির সঙ্গে ভিডিও থেরাপির কথা ভাবছে লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল। খবর বিবিসি।    

খবরে বলা হয়েছে, বেলফাস্ট থেকে শুরু করে বেইজিং পর্যন্ত লাখ লাখ অনিদ্রা রোগী একটি ভিডিও দেখে উপকার পেয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এটি নিয়ে ভাবতে শুরু করেছে লন্ডনের কলেজটি।

ভিডিওটিতে দেখা যায়, আয়ারল্যান্ডের কাউন্টি লেইট্রিম নামে এক গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া বনেট নামের ছোট্ট একটি নদী কাঠের সেতুর নীচ দিয়ে পাথরের ঢাল বেয়ে জলপ্রপাতের মত নীচে পড়ছে। এ ভিডিও দেখে লাখ লাখ অনিদ্রা রোগী ঘুমোতে পারছেন।

জনি লসন নামে লেইট্রিমের একজন ক্যামেরা শিল্পী, যিনি ভিডিওটি তৈরি করেছেন, জানিয়েছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে, এমনকি উত্তর কোরিয়া থেকে প্রতিদিন অনিদ্রায় আক্রান্ত বহু মানুষ তাকে লিখছেন। তারা কৃতজ্ঞতা জানিয়ে বলছেন ইনসমনিয়া থেকে তারা বেরিয়ে আসতে পারছেন।

আট ঘণ্টার এই ভিডিওটিতে ৬০ লাখ হিট পড়েছে। জনি লসন বছর পাঁচেক আগে ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলেন। সাড়া দেখে তিনি নিজেই মাঝে মাঝে বিশ্বাস করতে পারেন না।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।