আবারো কাঁপলো নেপাল, মৃতের সংখ্যা ৭৫০০ ছাড়িয়েছে
দফায় দফায় কেঁপে উঠছে নেপাল। মঙ্গলবার সকালে আবারো কাঁপলো হিমালয়কন্যা। সকাল ৬ টা ৩৯ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার থেকে বিষয়টি জানানো হয়েছে।
সিসমোলজিক্যাল সেন্টারের জ্যেষ্ঠ কর্মকর্তা লোকবিজয় অধিকারী জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধাদিঙ্গ ও নুয়াকত জেলার সীমান্ত এলাকা। তিনি বলেন, গত ২৫ এপ্রিলের পর থেকে ১৪৩ বার আফটার শকে কেঁপে উঠেছে নেপাল।
এদিকে ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত হাজার। এখনো অবধি সাত হাজার পাঁচশ ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ১৫ হাজারেও বেশি। নিখোঁজ রয়েছেন আরও অনেক।
জানা গেছে, এখনো অবধি নেপালে কম্পনের ফলে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় দুই লক্ষ বাড়ি। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাও পৌনে দুই লক্ষ।
ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের আরেক কর্মকর্তা জানিয়েছেন, বড় ভূমিকম্পের পর বারবার আফটার শকে কেঁপে ওঠে ওই অঞ্চল। এক্ষেত্রেও তাই হচ্ছে। তাই এ ব্যাপারে নতুন করে ভয় পাওয়ার কিছু নেই।
# নেপাল ছাড়ছেন বিদেশি উদ্ধারকর্মীরা
বিএ/আরআইপি