মোদিকে টক্কর দিতে টুইটার অ্যাকাউন্ট রাহুলের!


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ মে ২০১৫

তার কাঁধে ভর করেই কেন্দ্রে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস। তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। একেবারে নিজস্ব কায়দা আমদানি করে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। প্রায় দু`মাস অজ্ঞাতবাসে থাকার পর তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের মতো বহু কিছু নিয়েই বিরোধিতার সুর চওড়া হয়েছে তার নেতৃত্বেই।

সেই রাহুল গান্ধী এবার ভারতের প্রধানমন্ত্রী মোদীকে টক্কর দিতে টুইটার অ্যাকাউন্ট খুললেন। বুধবার তার অ্যাকাউন্টটি খোলা হয়েছে। রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটার `হ্যান্ডল` হলো @OfficeOfRG। তার দফতরের সূত্র থেকে অ্যাকাউন্টের সত্যতাও স্বীকার করা হয়েছে।

অ্যাকাউন্ট খোলার পর এখন পর্যন্ত রাহুলের টুইটার ফলোয়ারের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। আপাতত মোট তিনটি টুইট তিনি করেছেন এবং তিনটি টুইটার অ্যাকাউন্ট তিনি ফলো করছেন।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী একজন অ্যাক্টিভ টুইটার ব্যবহারকারী। ফলে প্রধান বিরোধী পক্ষের প্রধান নেতার টুইটার অ্যাকাউন্ট না থাকাটা মোটেও শোভনীয় ছিল না কংগ্রেসের কাছে।

বুধবার নতুন অ্যাকাউন্ট খুলে কর্মীদের সেই অনুযোগও দূর করে দিলেন কংগ্রেস সহ-সভাপতি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।