সোনিয়া গান্ধীকে মোদির ধন্যবাদ
বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে রাজ্যসভা ও লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হয়। আর আজ বৃহস্পতিবার বিলটি পাস হয় লোকসভায়। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুদিন ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা বাস্তবতা পেল।
এর আগে বহুল প্রতীক্ষিত এ বিলটি বুধবার ভারতের রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। এরপর লোকসভাতেও বিলটি পাশের পক্ষে সমর্থন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় আগেই ধারণা করা হয় যে, খুব সহজেই লোকসভায় বিলটি পাশ করাতে পারবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। ধারণাটি সঠিক প্রমাণ করে বিলটি পাস হয়েছে।
বিএ/আরআইপি