আল-কায়েদাকে বিমান থেকে অস্ত্র দিচ্ছে সৌদি
ইয়েমেনের তায়িজ শহরে তৎপর আল-কায়েদা সন্ত্রাসীদেরকে বিমান থেকে অস্ত্র দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সকালের দিকে সৌদি বিমান থেকে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাবাশি পর্বতে এসব অস্ত্র ফেলা হয়। ইয়েমেনে যখন সৌদি জঙ্গিবিমান থেকে বর্বর হামলা চালানো হচ্ছে তখন নতুন করে এ অস্ত্র ফেলার খবর এলো।
সৌদি আরব বুধবার সর্বশেষ ইয়েমেনের সা’দা ও লাহিজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, সৌদি যুদ্ধজাহাজ থেকে হাজ্জাহ প্রদেশের মাইদি হাসপাতালে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব জাতিসংঘের কোনো রকম অনুমোদন না নিয়েই ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনকে দমন এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে রিয়াদ হামলা চালাচ্ছে।
তবে এ পর্যন্ত ইয়েমেনের বহু বেসামরিক নাগরিক হত্যা ও বিপুল পরিমাণ সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংস ছাড়া কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদ সরকার।
বিএ/আরআইপি