বিমানেই সন্তান প্রসব
বিমানেই সন্তান প্রসব করেছেন একজন কানাডিয়ান নারী। সোমবার এয়ার কানাডার একটি বিমানে এ ঘটনা ঘটে। বিমানটি টোকিওর দিকে যাচ্ছিল।
এয়ার কানাডার একজন মুখপাত্রকে জানান, শিশুটির বাবা জানিয়েছেন, এটা একেবারেই অপ্রত্যাশিত।
২৩ বছর বয়সী ওই নারী বিমানের মাঝপথে একটি কন্যাশিশু প্রসব করেন। প্রসবকালীন তাকে একজন ডাক্তার বিমান বালার অনুরোধে সহযোগিতা করেন।
আর এজন্য বিমানটিকে নারিটা এয়ারপোর্ট এ অবতরণের বিষয়টিতে প্রাধান্য দিতে হয়েছিল। এটা জাপানের রাজধানী থেকে অল্প কিছু দূরে অবস্থিত। তবে বিমানটি কেবল একজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেনি!
তারপরও ক্যালগেরি হতে আসা এয়ার কানাডার বিমানটিকে নারিটা এয়ারপোর্টে আচমকা ৩০ মিনিটের জন্য নামতে হয়েছিল।
নতুন মাকে এ বিমানবন্দরে বিমানের হুইল চেয়ারে করে নামতে দেখা যায়। আর তার সঙ্গী নতুন শিশুটিকে বাহুতে ধরেছিলেন।
এয়ার কানাডার মুখপাত্র জানান, মা ও শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। যেখানে রাতে তাদের থাকতে হবে। যদিও মা ও শিশু ভাল আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির মা-বাবার মত বিমান কর্তৃপক্ষ ও যাত্রীদেরও উৎফুল্ল দেখা গেছে। সবাইকে হাততালি দিতেও দেখা গেছে। একজন নারী যাত্রী টেলিভিশনে জানান, কন্যাটি খুবই সুন্দর ও তার চোখ দুটিও বড় বড়।
একজন পুরুষ যাত্রীও জানান, এটা খুবই খুশির বিষয়। নবজাতকের মা-বাবার নাম জানা যায়নি।
তবে এমন ঘটনা এটাই প্রথম না এর আগেও দু’একটি ঘটেছিল।
এমএসএইচ/এআরএস/আরআইপি