তারায় ভরা পথ! (ভিডিও)
বিশ্ববিখ্যাত পোস্ট-ইম্প্রেশনিস্ট ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ-এর ১২৫ তম মৃত্যুবার্ষিকী এ বছর। আর এই বিরল প্রতিভাকে এই বিশেষ বছরটিতে স্মরণ করতে নেদারল্যান্ডস প্রস্তুত হয়েছে এক অভিনব উপহার নিয়ে।
নেদারল্যান্ডসের একটি সাইকেল-চলা পথকে প্রযুক্তি আর আর্টের মিশেলে রূপান্তরিত করা হয়েছে অসাধারণ নান্দনিক এক শিল্পকর্মে। আঁধার নামলেই আলোকিত হয়ে ওঠে এই পথ। যেন অসংখ্য তারা ফুটে ওঠে কালো রাস্তার বুকে। আর এ পথের নামও রাখা হয়েছে ভ্যান গখের বিখ্যাত চিত্রকর্ম ‘স্টারি নাইট’ এর নামেই।
ভ্যান গখের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত জায়গা, যেমন তার জন্ম যে শহরে সেই জুনডার্টের দিকে এগিয়ে গেছে এই তারায় ভরা পথ।
শিল্পী দান রুসগার্দে এই প্রযুক্তি-শিল্পকলার পরিকল্পনাকারী। তিনি জানান, `শিল্পকলা আর প্রযুক্তির সমন্বয় করেছি আমরা। আঁধার নামলে এই রাস্তার ভেতরে থাকা উপাদানগুলো এক ধরণের লেডের আলোয় আলোকিত হয়ে ওঠে। সাইকেল আরোহীদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা হয় এই পথ ধরে চলা।`
নিজেদের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে এমন শিল্পিতভাবে শ্রদ্ধা জানানোর নমুনা দেখতে নেদারল্যান্ডসে ভীড় করছেন বহু বিদেশি পর্যটকও।
জাগো নিউজের পাঠকদের সঙ্গেও ভাগ করে নেয়া হলো এই অপার্থিব সৌন্দর্য্য-
এসআরজে