হুইস্কি নিয়ে প্রতারণা!
বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে স্কচ হুইস্কি।বর্তমানে ২০০টিরও অধিক দেশে এই পানীয়টি রফতানি করছে হুইস্কি উৎপাদনে শীর্ষ দেশ স্কটল্যান্ড। বিশ্বজুড়ে দিন দিন চাহিদা বেড়ে যাওয়ার ফলে দেশটির ১১৫টি কারখানা দিন রাত হুইস্কি উৎপাদন করে যাচ্ছে। আর চাহিদা বেড়ে যাওয়ায় অনেক দেশ এখন এটা স্থানীয়ভাবে উৎপাদন করে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করছে স্কচ হুইস্কির নাম।
ফলে তাদের এই পরিশ্রম দিন দিন কাল হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ও ব্রান্ড খ্যাতি ধরে রাখার জন্য দেশে দেশে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে স্কটিশ হুইস্কি শিল্পকে। খবর বিবিসি। উৎপাদনকারীদের সমিতি এসডব্লিইএ বলছে, শুধু গত বছরই তাদের ১৯টি দেশে হুইস্কি তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে হয়েছে।
মামলা হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বেলজিয়াম, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, একুয়েডর। এসডব্লিউএ`র আইন বিভাগের পরিচালক ম্যাগনাস করম্যাক জানিয়েছেন, বর্তমানে ৩০টি দেশে এ ধরণের প্রতারণার ৬০ থেকে ৭০টি মামলা লড়ছেন তারা।
সংগঠনটি গত বছর বুলগেরিয়ার একটি ব্রান্ডের বিরুদ্ধে মামলা করেছিল। কারণ স্থানীয়ভাবে যেগুলো উৎপাদন হয় সেগুলোর বোতলের লেবেলের ছবিতে দেখানো হয়েছে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাকে এক রোক স্কটিশ ব্যাগপাইপ বাজাচ্ছে।
করম্যাক আরো বলেন, এটা সবার কাছেই পরিষ্কার যে বুলগেরিয়ান ঐ কোম্পানি ক্রেতাদের ধারণা দিতে চাইছে তাদের এই পানীয় স্কচ হুইস্কি। তবে আইনি এই যুদ্ধে দিন দিন গলদঘর্ম হয়ে পড়ছে স্কচ হুইস্কি শিল্প।
প্রতি মাসে বিশ্বের নানা জায়গা থেকে এ ধরণের ব্রান্ড প্রতারণার কম-বেশি ৩০০টি অভিযোগ তাদের কাছে আসছে।
জেআর/এমএস