আইএসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওবামার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

কট্টর সুন্নিপন্থী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইউরোপীয় দেশ এ্যাস্তোনিয়া সফররত ওবামা আজ সাংবাদিকদেও জানান, মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ঘটনায় যুক্তরাষ্ট্র ভীত নয়। বিশ্বসন্ত্রাস মোকাবিলায় এর ধরণের ঘটনা যুক্তরাষ্ট্রকে পিছু হঠাতে পারবেনা।

বিজ্ঞাপন

স্টিভেন স্টোলভকে নামের এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করার পর এ হুঁশিয়ারি দেন ওবামা। দুসপ্তাহ আগে জেমস ফোলি নামের আরো এক সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। এই ভিডিওগুলো আসল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।