কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৫২


প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৯ মে ২০১৫

কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় অ্যান্টিক্যুইয়া প্রদেশে ভূমিধসে অন্তত ৫২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রদেশের সালগার শহরের কাছে সান্তা মারগারিতা গ্রামে এ ঘটনা ঘটে। খবর সিএনএন।

খবরে বলা হয়েছে, ভারী বর্ষণের ফলে প্রদেশের সালগার শহরের কাছে লাইবোরিয়ানা নদীটির দু কূল পানিতে উপচে পড়ে এবং এই সময় ওখানে এই ভূমিধসের ঘটনা ঘটে। সোমবারের ওই ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা মারগারিতা গ্রাম এবং ওই প্রদেশের রাজধানী মেডেলিনের বাসিন্দারা।

জর্জ কুইনটো নামের এক স্থানীয় বাসীন্দা জানান,  রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ মাটির বৃষ্টির পানির  এক টেউ আঘাত হানে। এ দূর্ঘটনায় এলাকার ৫২ জনের বেশি মানুষ মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। নিখোঁজদের সঠিক সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জুয়ান মানুয়েল সান্তোস।
এদিকে, এরই মধ্যে প্রশাসন ঐ অঞ্চলটিতে জরুরী অবস্থা জারি করেছে। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘটনায় যারা ঘরবাড়ি হারিয়েছেন এবং নিহত হয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্ববান জানানো হয়েছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।