টাকার জন্য চিত্রশিল্পী খুঁজছে ব্রিটেন!


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২০ মে ২০১৫

পৃথিবীর সবচাইতে তরল বস্তু হলো অর্থ। এই অর্থ তৈরি হয় একটু টুকরো কাগজকে ঘিরে, যাকে বলা হয় নোট। এই নোটের প্রতিই দুনিয়াজোড়া মানুষের যত আকর্ষণ।

এবার এই নোটকে আরো আকর্ষনীয় করে তুলতেই একজন শিল্পীর খোঁজে নেমেছে বাংক অব ইংল্যান্ড। গ্রাহকদের কাছেও পরামর্শ চাওয়া হয়েছে নোটের নকশা নিয়ে।

শিল্পীর করা নান্দনিক নঁকশাকে ঠাই দেয়া হবে ব্রিটেনের ২০ পাউন্ডের নতুন নোটে। এবং আগামী পাঁচ বছরের মধ্যে এই নোটটি বাজারে ছাড়বে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র : বিবিসি

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।