সামরিক স্থাপনা দেখার শর্তে চুক্তি নয় : ইরান


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২২ মে ২০১৫

দেশের বিজ্ঞান এবং সামরিক স্থাপনা পরিদর্শনের শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো পরমাণু চুক্তি সই করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামি বিপ্লবের নেতার কথাই হচ্ছে ইরানি প্রশাসনের জন্য আইন। আমরা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে কখনো এমন চুক্তিতে সই করব না যা বিদেশিদেরকে ইরানের বিজ্ঞান ও সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দেবে।

তিনি আরো বলেন,গবেষণা এবং উন্নয়ন আমাদের জন্য রেড লাইন এবং পরমাণু আলোচকরা এ ব্যাপারে ভালোভাবেই অবগত রয়েছেন।

এর আগে বুধবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, তার দেশের সামরিক স্থাপনায় বিদেশিদের পরিদর্শন এবং ইরানের পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতের নামে তাদেরকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়া হবে না। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, শত্রুদের মনে রাখা উচিত- ইরানি জাতি এবং কর্মকর্তারা কখনই বাড়তি দাবি মেনে নেবেন না এবং কোনো প্রকার হুমকি বরদাস্ত করবে না।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।